প্রথম বিশ্বকাপ খেলেই ফাইনাল সেরা ও টুর্নামেন্ট সেরা কারান
এলাম, দেখলাম এবং জয় করলাম- স্যাম কারানের কাছে ব্যাপারটা যেন এমনই। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপই কারানের প্রথম বিশ্বকাপ এবং এই বিশ্বকাপেই করলেন বাজিমাত। একই সঙ্গে ফাইনালসেরা এবং টুর্নামেন্টসেরা হলেন ইংল্যান্ডের এই বাঁহাতি পেসার।
আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) ফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন কারান। ৪ ওভার বোলিং করে ১২ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট।বৈচিত্র্যময় বোলিং করে পাকিস্তানি ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন কারান। যদিও কারান মনে করেন, তিনি ফাইনাল সেরার যোগ্য নন। বরং পুরষ্কার পাওয়া উচিত বেন স্টোকসের। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কারান বলেন, ‘আমি মনে করি না এই পুরস্কার আমার পাওয়া উচিত। স্টোকস অসাধারণ খেলেছে।’
ফাইনাল তে বটেই, পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত বোলিং করেছেন কারান। ৬ ম্যাচ খেলে নিয়েছেন ১৩ উইকেট। বোলিং গড় ১১.৩৮ এবং ইকোনমি ৬.৫৮। ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে প্রতিপক্ষের রান আটকে রেখেছেন বেশ দারুণভাবেই। টুর্নামেন্টসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।