প্রযুক্তি কোম্পানির ব্যবসায় ধস

প্রথম আলো প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২, ১৮:০৬

২০২০ ও ২০২১ সালে মহামারির সময় মানুষের চলাচল সীমিত হয়ে পড়লে সারা বিশ্বেই ই-কমার্স খাতের বাড়বাড়ন্ত হয়। ফলাফল—সেই দুই বছরে ই-কমার্স খাত বিপুল মুনাফা করে। কিন্তু পরিস্থিতির পরিবর্তন হতেই চালচিত্র আবার বদলে গেছে। মানুষ এখন সরাসরি বাজারে গিয়ে কেনাকাটা করছে।


আবার চলমান অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে অতিপ্রয়োজনীয় নয়—এমন কেনাকাটা কমে গেছে। স্বাভাবিকভাবেই চাহিদায় ভাটা পড়েছে। সামগ্রিকভাবে ই-কমার্স খাতের প্রবৃদ্ধি থমকে গেছে।


বাস্তবতা হলো, বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের বাজারমূল্যে রীতিমতো ধস নেমেছে। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়েছে, কঠোর আর্থিক নীতি ও মুনাফার দুর্বল পূর্বাভাসের কারণে পুঁজিবাজারে অ্যামাজনের শেয়ারদর নিম্নমুখী। সব মিলিয়ে গত ১৬ মাসে কোম্পানিটির বাজারমূল্য কমেছে এক লাখ কোটি ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও