You have reached your daily news limit

Please log in to continue


চোট পেয়েছেন ম্যাক্সওয়েল

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরই অস্ট্রেলিয়া নিজেদের ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। আগামী ১৭ নভেম্বর অ্যাডিলেড ওভালে প্রথম ওয়ানডে ম্যাচ। আর এর আগেই বড় ধাক্কা খেল অজি শিবির। দলের তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল চোটের জন্য ছিটকে গেলেন সিরিজ থেকে।

ম্যাক্সওয়েল তাঁর বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন। ভেঙে গেছে তাঁর পা। এজন্য অস্ত্রোপচার করতে হয়েছে ম্যাক্সির। আপাতত তিনি হাসপাতালে, দীর্ঘদিন থাকতে হবে মাঠের বাইরে।  আসন্ন বিগ ব্যাশ লিগও মিস করতে পারেন ম্যাক্সওয়েল।  

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘অদ্ভুতভাবে দুর্ঘটনার শিকার হয়েছে ম্যাক্সওয়েল। আমরা ওর অবস্থা বুঝতে পারছি। বিগত কয়েক ম্যাচে ও দারুণ ছন্দে ছিল। আমাদের সাদা বলের ক্রিকেটে ম্যাক্সওয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য। রিহ্যাব থেকে শুরু করে, ওর সেরে ওঠা পর্যন্ত আমাদের সমর্থন থাকবে ওর সঙ্গেই। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন