এক লাখ ৬০ হাজার টন সার কিনবে সরকার
কালের কণ্ঠ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২, ১৩:০৭
কৃষিকাজের জন্য এক লাখ ৬০ হাজার টন এমওপি এবং বাল্ক গ্রানুলার ইউরিয়া সার কিনবে সরকার। এর মধ্যে এক লাখ টন এমওপি এবং বাকি ৬০ হাজার টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার। এগুলোসহ মোট তিন হাজার ৪৭১ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে ১২টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। মাহবুব খান জানান, রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার থেকে দশম লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করবে সরকার। প্রতি টন সারের দাম ৬৩৬.১৭ মার্কিন ডলার।