জলবায়ু সঙ্কট এড়াতে ২০২২ সালে কী করেছেন বিশ্ব মোড়লরা?
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গত বছরের নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-২৬-এ যোগ দিয়েছিলেন বিশ্ব নেতারা। সেখানে কার্বন গ্যাস নির্গমন যতটা কমানোর প্রতিশ্রুতি দরকার ছিল, ঠিক ততোটা আসেনি; ক্ষতি কাটাতে শিল্পোন্নত দেশগুলোর অর্থায়নেরও কোনো প্রতিশ্রুতি আদায় করা যায়নি।
কয়লাসহ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে একটি চুক্তিতে ওই সম্মেলন শেষ হয়েছিল। কিন্তু এক বছর পর তেমন কোনো অগ্রগতি দেখছেন না বিশেষজ্ঞরা।
জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি ও আর্থিক সংকটে সরকারগুলো তাদের প্রতিশ্রুতির পথ থেকে সরে যেতে বাধ্য হয়েছে। ফলে ২০২২ সালে জলবায়ু প্রশ্নে অগ্রগতি ধীর হয়ে গেছে।
গত সপ্তাহে জাতিসংঘ সতর্ক করে বলেছে, বিশ্ব বিপর্যয়ের দিকে যাচ্ছে। তবে আশা দেখাচ্ছে নতুন মার্কিন আইন আর ব্রাজিলে সরকার পরিবর্তন, যা হয়ত অ্যামাজন রেইনফরেস্টের ধ্বংস ঠেকাতে পারবে।