![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2022-11%2F290da215-881b-48c0-bd36-802d25b7207c%2Fleroy_sane_101122_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=700)
জার্মানির মতো ক্ষুধার্ত সানেও
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২, ১৬:৩০
রাশিয়া বিশ্বকাপের জন্য যখন দল ঘোষণা করলেন জার্মানির সে সময়কার কোচ ইওয়াখিম লুভ, লেরয় সানের না থাকা ছিল বিস্ময়ের। এ নিয়ে সমালোচনাও হয়েছিল ঢের। চার বছর বাদে সানে দেশটির বড় ভরসার নাম! ২৬ বছর বয়সী এই উইঙ্গার জানালেন, কাতার বিশ্বকাপে ঢেলে দিতে চান নিজের সেরাটা।
সম্প্রতি পেশির চোট একটু ভোগাচ্ছে বটে, কিন্তু জার্মানির বর্তমান কোচ হান্স ফ্লিকের বিবেচনায় সানে থাকবেন খুব ভালোভাবে। জাতীয় দলের হয়ে খেলা ৪৭ ম্যাচে ১১ গোল, বিশ্বকাপ বাছাইয়েও ১০ ম্যাচের ৯টিতে শুরুর একাদশে থাকা বায়ার্ন মিউনিখের এই খেলোয়াড়ের দলে ঠাঁই পাওয়ার দাবি জোরালো করছে।