নতুন নিয়োগ বন্ধ, অতিরিক্ত কাজও নেই

প্রথম আলো প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২, ১২:০৪

প্রায় এক হাজার কর্মী নিট পোশাক উৎপাদন করেন। গত দুই মাসে নতুন কোনো ক্রয়াদেশ আসেনি। ফলে আগামী ডিসেম্বরের পর কারখানাটিতে উৎপাদন চালানোর মতো কাজ নেই।


এমনকি উৎপাদনসক্ষমতার চেয়ে ক্রয়াদেশ কম থাকায় দুই মাস ধরে শ্রমিকদের ওভারটাইম বা অতিরিক্ত কাজও বন্ধ করে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এখন কোনো শ্রমিক চাকরি ছেড়ে চলে গেলে তাঁর কোনো স্থলাভিষিক্তও করা হচ্ছে না।


বিষয়টি নিশ্চিত করে আল্পস অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খান মনিরুল আলম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘সাধারণত অক্টোবর থেকে মার্চ পর্যন্ত আমাদের কারখানায় ভরপুর কাজ থাকে।


তবে চলতি বছর একেবারেই ভিন্ন চিত্র।’ আল্পসের পাশেই তাঁর আরেকটি কারখানা আছে। ফ্যাশন ডট কম নামের শার্ট তৈরির ওই কারখানায় কাজ করেন দুই হাজার কর্মী। জানুয়ারির পর সেই কারখানায়ও ক্রয়াদেশ নেই বলে জানালেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও