কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


অ্যাম্বুল্যান্সে চড়ে বিশ্বভ্রমণে বের হয়েছেন ব্রিটিশ দম্পতি

অ্যাম্বুল্যান্সে চড়ে দুনিয়াজুড়ে ঘুরে বেড়াচ্ছেন এক দম্পতি। সঙ্গে রয়েছে পোষা কুকুর। না, কোনো সিনেমার গল্প নয়, সাম্প্রতিক সময়ে এভাবেই পথে দেখা গেছে যুক্তরাজ্যের দম্পতি লরেন্স ডোডি ও র‌্যাচেল নিক্সনকে। প্রায় এক বছর ধরে বিশ্বের বিভিন্ন স্থান সফর করছেন এ ব্রিটিশ দম্পতি।

লক্ষ্য রয়েছে, অ্যাম্বুল্যান্সে করে ৫০টিরও বেশি দেশ ঘুরে দেখার। অ্যাম্বুল্যান্সে বিশ্বের দীর্ঘতম সফরের রেকর্ডটি হাতে পেতে চাইছেন এ যুগল।

২০২১ সালের অক্টোবরে বিশ্বের পথে যাত্রা শুরু করেন লরেন্স-র‌্যাচেল জুটি। শুরু থেকেই মানুষের নজর কাড়তে সক্ষম হয়েছেন তাঁরা। কারণ সচরাচর কাউকে সবুজ ও হলুদ ডোরার সাদা ল্যান্ড রোভার ডিফেন্ডার অ্যাম্বুল্যান্সে করে ঘুরে বেড়াতে দেখা যায় না। বিশ্বভ্রমণে বেরোনো তো পরের কথা।

বিশ্বভ্রমণে বের হওয়ার আগে জুতসই গাড়ি খুঁজছিলেন এ দম্পতি। ২০১৮ সালে অনলাইন কেনাকাটা সাইট ইবেতে অ্যাম্বুল্যান্সটি খুঁজে পান র‌্যাচেল নিক্সন। পরে এটি কিনেই বানিয়ে নেন ক্যাম্পার ভ্যান।  

অ্যাম্বুল্যান্স কেনার পর নিক্সনের নজরে আসে আরেক দল পর্যটকের খবর। তাঁরা ফায়ার ব্রিগেডের গাড়িতে চড়ে দীর্ঘতম দূরত্ব পাড়ির রেকর্ড গড়ার চেষ্টা করছিলেন। এ থেকেই নিজেদের রেকর্ড গড়ার পরিকল্পনা মাথায় আসে এ দম্পতির।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন