সাড়ে তিন দশক পর একসঙ্গে কাজের ঘোষণা দিলেন সেই জুটি
প্রথম আলো
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২২, ১৮:১৩
১৯৮৭ সালে মুক্তি পাওয়া কমল হাসান-মণি রত্নম জুটির সিনেমা ‘নায়কান’। দুর্দান্ত ব্যবসায়িক সাফল্যের সঙ্গে ছবিটি পেয়েছিল সমালোচকের প্রশংসা। জিতেছিল জাতীয় পুরস্কার। ‘নায়কান’-এর ৩৫ বছর পর আবারও একসঙ্গে কাজের ঘোষণা দিলেন কমল হাসান ও মণি রত্নম।
ভারতের দক্ষিণের সুপারস্টার কমল হাসান। এখন পর্যন্ত তাঁর অভিনীত সাতটি সিনেমা অস্কার মনোনয়নের জন্য পাঠানো হয়েছে। আর কোনো ভারতীয় অভিনেতার এত সিনেমা অস্কার মনোনয়নের জন্য পাঠানো হয়নি। তিনি শুধু অভিনেতা নন, চিত্রনাট্যকার এবং পরিচালকও। আজ তাঁর জন্মদিন। ১৯৫৪ সালের ৭ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন।