You have reached your daily news limit

Please log in to continue


বিশ্ব এখন জলবায়ু-নরকের মহাসড়কে রয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, বিশ্ব এখন জলবায়ু-নরকের মহাসড়কে রয়েছে। খবর: আল-জাজিরার

মিসরে চলমান জলবায়ু সম্মেলনে (কপ-২৭) অংশ নেওয়া বিশ্বনেতাদের গতকাল সোমবার জাতিসংঘ মহাসচিব এই সতর্কতার কথা বলেন।

লোহিতসাগর উপকূলীয় মিসরের শার্ম এল-শেখ শহরে গত রোববার এই সম্মেলন শুরু হয়েছে। সম্মেলন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। সম্মেলনে প্রায় ১০০ সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নিচ্ছেন।

সম্মেলনে গ্রিনহাউস গ্যাস নির্গমন আরও কমানো, ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে ইতিমধ্যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহযোগিতা প্রদানের মতো দাবি তুলে ধরা হচ্ছে।

সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের উদ্দেশে গতকাল জাতিসংঘ মহাসচিব বলেন, মানবজাতির সামনে দুটি কঠিন বিকল্প রয়েছে—বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে কাজ করা কিংবা ‘সম্মিলিত আত্মহত্যা’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন