কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চীনে দুই বছর পর একসঙ্গে কমলো আমদানি ও রপ্তানি

সমকাল প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২২, ১১:২৫

চলমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এবং করোনার কারণে নতুন করে দেওয়া বিধিনিষেধের নেতিবাচক প্রভাব পড়েছে চীনের আন্তর্জাতিক বাণিজ্যে। গত অক্টোবরে দেশটির আমদানি ও রপ্তানি দুটিই কমে গেছে। ২৮ মাস পর দেশটির বাণিজ্যে ফের এমন অবস্থা তৈরি হলো। সোমবার নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, অক্টোবরে চীনের রপ্তানি পণ্যের জাহাজীকরণ অপ্রত্যাশিতভাবে কমে গেছে। আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ। অথচ আগের মাস অক্টোবরেও তা বেড়েছিল ৫ দশমিক ২ শতাংশ। অন্যদিকে গত মাসে চীনের আমদানি কমেছে শূন্য দশমিক ৭ শতাংশ। সেপ্টেম্বরে আমদানি বেড়েছিল শূন্য দশমিক ৩ শতাংশ।


যুক্তরাজ্যভিত্তিক গবেষণাধর্মী পরামর্শ প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের মতে, সাংহাই শাটডাউনের সময়ের চেয়েও গত অক্টোবরে বেশি হারে কমেছে চীনের রপ্তানি। বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক সংকট এবং চীনে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায় করোনা ঠেকাতে দেওয়া বিধিনিষেধের প্রভাবেই দেশটির আমদানি-রপ্তানি বাণিজ্য সংকোচন হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও