মলিন থেকে বর্ণিলের পথে টেনিস
বিগত সময়ে টেনিস নানা নেতিবাচক শিরোনামে ছিল। এক যুগের পর নির্বাচিত কমিটির অধীনে টেনিস ফেডারেশন এখন সুদিনের পথে হাটছে। শুরুর দিকে কিছু ধাক্কা ছিল। সেই ধাক্কা কাটিয়ে এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার ভাবনা টেনিস ফেডারেশনের। গত ১ জুলাই বর্তমান নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণ করেই এই কমিটি বড় অঙ্কের বিদ্যুৎ বিল বকেয়ার চাপে পড়ে। প্রথমে কিছু দিন বিদ্যুৎহীনভাবে কার্যক্রম চলেছে। এরপর সেই বিল পরিশোধ করে এখন বেশ সুসজ্জিত পরিবেশ ফিরেছে শাহবাগস্থ শেখ জামাল টেনিস কমপ্লেক্স।
নতুন কমিটি চার মাস অতিবাহিত করার পর আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল। সেখানে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার বিগত চার মাস ও আগামী বছরের কর্মকান্ড তুলে ধরেন। রমনাস্থ টেনিস কমপ্লেক্সে আন্তর্জাতিক টুর্নামেন্ট হয় না বেশ কয়েক বছর। আগামী বছর সেই অচলায়তন ভাঙছে ফেডারেশন, ‘আন্তর্জাতিক ও এশিয়ান টেনিস ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করে এই টেনিস কমপ্লেক্সে কয়েকটি টুর্নামেন্টের স্বাগতিকের ভেন্যু করেছি। এর ফলে আমরা টেনিসকে পুনরায় জাগরণের চেষ্টা করব।’