কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মেক্সিকো পাড়ি দিয়েছে রেকর্ডসংখ্যক আমেরিকান : প্রতিবেদন

কালের কণ্ঠ মেক্সিকো প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২২, ১৭:২৬

মেক্সিকোতে বসবাসের জন্য রেকর্ডসংখ্যক আমেরিকান দক্ষিণ সীমান্ত অতিক্রম করছে। মেক্সিকোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে তৈরি করা একটি নতুন প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে।  


মেক্সিকো নিউজ ডেইলি অনুসারে, মেক্সিকোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের প্রথম ৯ মাসে মেক্সিকোতে বসবাসের জন্য আট হাজারেরও বেশি মার্কিন নাগরিককে অস্থায়ী আবাসিক ভিসা দেওয়া হয়েছে। এ সংখ্যা ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৮৫ শতাংশ বেশি।


২০১০ সালে পরিসংখ্যানটি প্রথম সংকলিত হয় এবং তার পর থেকে এটি সর্বোচ্চ।


প্রতিবেদনে আরো বলা হয়েছে, মেক্সিকোতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া মার্কিন নাগরিকদের সংখ্যা ২০১৯ সালের তুলনায় ৪৮ শতাংশ বেড়েছে। মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুসারে, সব মিলিয়ে পাঁচ হাজার ৪১৮ জন আমেরিকানকে বছরের প্রথম ৯ মাসে স্থায়ীভাবে বসবাসের মর্যাদা দেওয়া হয়েছে।


মেক্সিকোতে শিকড় স্থাপন করতে চাওয়া বিদেশিদের উপার্জন, নিয়োগকর্তার পৃষ্ঠপোষকতা এবং পারিবারিক বন্ধনসহ বেশ কয়েকটি মানদণ্ড পূরণ করতে হয়। মেক্সিকো সাধারণত অস্থায়ী বিদেশি দর্শকদের ছয় মাস পর্যন্ত দেশটিতে থাকার অনুমতি দিয়ে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও