কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জনগণ ঘুরে দাঁড়াতে শুরু করেছে: ফখরুল

বিডি নিউজ ২৪ জাতীয় প্রেস ক্লাব প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২২, ২০:৫০

সরকারের বিরুদ্ধে ‘জনগণ ঘুরে দাঁড়াতে’ শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি বলেন, “জনগণ ঘুরে দাঁড়াতে শুরু করেছে, ঘুরে দাঁড়াচ্ছে। জনগণ আমাদের থেকে এগিয়ে যাচ্ছে। আপনার যে কয়েকটা সমাবেশ (বিভাগীয় সমাবেশ) হলো, এই সমাবেশে আমরা যেটা অনুভূতি সৃষ্টি হয়েছে- দি পিপলস আর অ্যাহেড। বরিশালের সমাবেশ, খুলনার সমাবেশ, ময়মনসিংহের সমাবেশ- মানুষ সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে চলে এসেছে।”


বরিশালের সমাবেশের আগে সব কিছু বন্ধ করে দেওয়া হয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “মানুষ নদী সাঁতরে পার হয়েছে, পরপর দুই রাত্র খোলা আকাশের নিচে তারা শুয়ে থেকেছে। এটা দেখে আমরা বেশি অনুপ্রাণিত হয়েছি এই বিভাগীয় সমাবেশগুলোতে। আমাদের মধ্যে বিশ্বাস জন্মে উঠেছে- মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে পরিবর্তনের, তারা পরিবর্তন চায়।”


মামলা-মোকদ্দমা করে বিএনপিকে সরকার দমাতে পারেনি মন্তব্য করে তিনি বলেন, “স্তিমিত করে দিতে পারেননি। কত কথা বলেছেন, হাঁটুভাঙা, মাঝা ভাঙা, অনেক কিছু বলেছেন। তাই যদি হয় তাহলে কেনো এতো ঘাবড়ে গেছেন, এতো আশঙ্কা কেন?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও