You have reached your daily news limit

Please log in to continue


‘বোধ’ সিরিজের মধ্যে ‘কারাগার’ কৌশল!

ওয়েব কনটেন্ট পছন্দ করেন এমন বাঙালিদের মনে যে প্রশ্ন গত কয়েক মাসে বেশি জেগেছে, তা হলো ‘কারাগার টু’ কবে আসবে? প্রশ্নটির উত্তর দিতে পারছিলেন না সিরিজটির নির্মাতা, শিল্পী কেউই। এমনকি এর প্রচারকারী প্রতিষ্ঠান হইচই কর্তৃপক্ষের কাছেও পাওয়া যায়নি নির্ধারিত তারিখ।
 
মাস দুয়েক পর এবার রহস্য উন্মোচন করলো হইচই। জানালো ‘কারাগার টু’ মুক্তির তারিখ। আগামী ১৫ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মটিতে আসতে চলেছে রহস্যধর্মী এই আলোচিত সিরিজের দ্বিতীয় পর্ব।
 
তবে এই তারিখ ঘোষণার ক্ষেত্রেও বেছে নেওয়া হয়েছে কৌশল। শুক্রবার (৪ নভেম্বর) মুক্তি পেয়েছে হইচই-এর নতুন সিরিজ ‘বোধ’। অমিতাভ রেজা চৌধুরী নির্মিত এই সিরিজের শেষ প্রান্তেই জানানো হয়েছে ‘কারাগার টু’ মুক্তির তারিখ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন