তাসকিন পারছেন, সাকিব পারবেন তো?
খবরটা বিদ্যুৎ–গতিতে ছড়িয়ে পড়ল। লিটন দাস অনুশীলনে আসেননি! ভারতের বিপক্ষে আগের ম্যাচ শেষে দুই কারণে আলোচনায় ছিলেন বাংলাদেশ ওপেনার। দারুণ ব্যাটিংয়ের পর বিরাট কোহলির কাছ থেকে ব্যাট ‘উপহার’ পেয়েছেন। এরপর গতকাল তিনি খবরের শিরোনাম হলেন অনুশীলনে না এসে।
ভারতের বিপক্ষে ম্যাচে লিটন বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে হালকা চোট পেয়েছেন, যেটাকে দলের চিকিৎসক দেবাশিস চৌধুরী ‘ইনজুরি’র মর্যাদা দিতেও রাজি নন। কারণ, লিটনের সমস্যা গুরুতর নয়। সামান্য ব্যথা থাকলেও হাঁটাচলায় সমস্যা হচ্ছে না। দেবাশিসের আশা, আগামীকাল পাকিস্তানের বিপক্ষে তাঁর খেলায় কোনো বাধা হবে না হ্যামস্ট্রিংয়ের সমস্যা।
অ্যাডিলেডের কারেন রোল্টন ওভালে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ঘণ্টা তিনেক অনুশীলন করেছে বাংলাদেশ দল। সেখানে লিটন না থাকলেও ছিলেন বাকি সবাই। খোলামেলা মাঠটার মাঝ উইকেটেই হয়েছে অনুশীলনের মূল পর্ব।