কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


জ্বালানি সরবরাহ ও সংকটের তথ্য নিচ্ছে আইএমএফ

দেশের জ্বালানি সরবরাহ ও সংকট পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গতকাল বৃহস্পতিবার জ্বালানি খাতের তিনটি সংস্থার সঙ্গে বৈঠক করেছে সফরকারী আইএমএফ প্রতিনিধিদল। বৈঠক সূত্র বলছে, জ্বালানি তেল ও গ্যাস বিক্রি করে সরকারের ঘাটতি (লোকসান) এবং ভর্তুকির বিষয়টি বুঝতে চায় আইএমএফ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব, জ্বালানি সরবরাহ, সংকট, আয়-ব্যয়, ভর্তুকির তথ্য জানতে দিনের শুরুতেই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সঙ্গে বৈঠক করে আইএমএফ প্রতিনিধিদল। এ সময় দেশের জ্বালানি খাতের বর্তমান অবস্থা, গ্যাসের উৎপাদন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি, জ্বালানি তেল আমদানি ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এ খাতের আয়-ব্যয়সহ বিস্তারিত তথ্য নিতে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সঙ্গে আলাদা বৈঠক করার সিদ্ধান্ত হয় জ্বালানি বিভাগের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে। বৈঠকে ছয় সদস্যের আইএমএফ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন সংস্থাটির এশীয় ও প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন