কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


তারেক ও ফখরুলের নির্দেশে বিচারপতি মানিকের ওপর হামলা: মুক্তিযুদ্ধ মঞ্চ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিচারপতি মানিকের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এসময় মঞ্চের নেতারা এ দাবি করেন।

সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও দেশবরেণ্য বিশিষ্ট নাগরিক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর ন্যাক্কারজনক হামলার মাধ্যমে বিএনপি নামের সন্ত্রাসী দল তাদের প্রকৃত চরিত্র জাতির সামনে উন্মোচিত করেছে। এরা কখনোই মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে না। দেশের জনগণকে জিম্মি করে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটের অপচেষ্টা করছে। বিদেশে পলাতক আসামি তারেক জিয়া ও মির্জা ফখরুলের নির্দেশে বিএনপি-জামাতের ক্যাডাররা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা করেছে। এই সন্ত্রাসী হামলার নির্দেশদাতা মির্জা ফখরুল আলমগীরকেও দ্রুত গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন