‘চিরকুমার-চিকু সংঘ’র বিরুদ্ধে মানববন্ধনে লাভলু-ফারিয়া

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২২, ১৯:১৪

‘প্রেম সংঘ’র বিশ্বাস, প্রেম না থাকলে স্তব্ধ হয়ে যাবে পৃথিবী; আর ‘চিরকুমার সংঘ’ মনে করছে, প্রেম ‘বিষের’ মতো একটি বিষয়। এই দুই সংঘের নিজস্ব মতাদর্শ নিয়ে বিরোধ আর সেই দ্বন্দ্ব থেকে সংঘের কর্মীদের রাজপথে মানববন্ধন। এমন ধরনের ঘটনা দেখা যাবে ‘চিরকুমার সংঘ’ ধারাবাহিক নাটকে।


এই ধারাবাহিকের নির্মাতা তুহিন হোসেন গ্লিটজকে জানান, গত মঙ্গলবার থেকে টেলিভিশন চ্যানেল এনটিভিতে শুরু হয়েছে ধারাবাহিক ‘চিরকুমার-চিকু সংঘ’ নাটকের সম্প্রচার। সপ্তাহে তিনিদিন সোম, মঙ্গল ও বুধবার রাত সাড়ে নয়টা নাটকটি প্রচারিত হচ্ছে।


নাটকের কাহিনী নিয়ে নির্মাতা তুহিন হোসেন বলেন, “সালাউদ্দিন লাভলু এক সময় ছিলেন চিরকুমার সংঘের উপদেষ্টা। কিন্তু হঠাৎ করেই বিয়ে করে তার চিরকুমার জীবনের ইতি টানেন। এরপর চিরকুমার সংঘের সদস্যদের সাথে বিরোধে জড়িয়ে পড়েন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও