কান পাকলে বা পর্দা ফেটে গেলে কী করবেন
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২২, ১৬:১০
কান পাকা ও পর্দা ফেটে যাওয়ার কথা আমরা প্রায়ই শুনে থাকি। এই সমস্যা দেখা দিলে কানে প্রচণ্ড ব্যথা হয়।
বেশিরভাগ ক্ষেত্রে কানের পর্দা সুস্থ থাকলে অল্প আঘাতে ফেটে যাওয়ার কথা নয়। যদি এ রকম ঘটে তাহলে বুঝতে হবে, কানের পর্দা আগে থেকেই অসুস্থ বা দুর্বল ছিল। অবশ্য কানের ওপর প্রচণ্ড আঘাত লাগলে সুস্থ পর্দাও ফেটে যেতে পারে। অল্প সর্দি কাশিতে কানের পর্দা ফেটে গিয়ে পুঁজ-পানি বের হওয়ার ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য। বয়স্ক রোগীদের বেশির ভাগ ক্ষেত্রেই ছোটবেলা থেকে কানের পর্দা দুর্বল থাকে। অথবা ক্রমাগত নাক বা সাইনাসের প্রদাহের কারণে বা ক্ষেত্রবিশেষে টনসিলের ক্রমাগত প্রদাহের কারণে কানের পর্দা দুর্বল হয়ে যায়।