ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান ৩ লাখ ৭২ হাজার, রিটার্ন দেয় না ২২ শতাংশ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০২ নভেম্বর ২০২২, ১৪:৫৯

ভ্যাট নিবন্ধনের আওতায় এসেছে তিন লাখ ৭১ হাজার ৯৩৪টি ব্যবসাপ্রতিষ্ঠান। যদিও তাদের মধ্যে ২ লাখ ৯০ হাজার ৮৯৯টি প্রতিষ্ঠান নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল করে থাকে। অর্থাৎ ৭৮ দশমিক ২১ শতাংশ প্রতিষ্ঠান ভ্যাট রিটার্ন দিচ্ছে। তবে এখনো ২১ দশমিক ৭৯ শতাংশ প্রতিষ্ঠান ভ্যাট রিটার্ন জমা দেয় না।


বুধবার (২ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।


এনবিআরের ভ্যাট বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, চলতি বছরের আগস্ট পর্যন্ত তিন লাখ ৭১ হাজার ৯৩৪টি ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন করেছে। এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২ লাখ ৪৩ হাজার ৩৬৯ প্রতিষ্ঠান অনলাইন প্ল্যাটফর্মে রিটার্ন দাখিল করে। সেই হিসাবে ৮৩ দশমিক ৬৬ শতাংশ প্রতিষ্ঠান অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করে থাকে। আমাদের ধারণা, বছর শেষে অনলাইন ভ্যাট রিটার্নের হার ৮৫ শতাংশ ছাড়িয়ে যাবে। ধীরে ধীরে অনলাইন প্ল্যাটফর্ম শক্তিশালী হচ্ছে। অটোমেশনই সব জটিলতা কমিয়ে দেবে বলে মনে করি। এর আগে ২০২০-২১ অর্থবছরে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ লাখ ৯১ হাজার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও