দাঁতে পোকা বা ক্ষয়রোধে কী চিকিৎসা?

যুগান্তর প্রকাশিত: ০২ নভেম্বর ২০২২, ১০:০২

দাঁতে পোকা বা ক্ষয় জটিল সমস্যা। এটিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ডেন্টাল ক্যারিজ বলা হয়ে থাকে। ডেন্টাল ক্যারিজ হল দাঁতের এক ধরনের ক্ষয়।


দাঁতে ক্ষয় দেখা দিলে আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। ব্যথা শুরু হলে আর স্বাভাবিক থাকা যায় না।


সঠিক সময়ে সমস্যা চিহ্নিত করে চিকিৎসা দেওয়া গেলে পরিত্রাণ পাওয়া যায়। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন দন্ত বিশেষজ্ঞ বারডেম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অনারারি) অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী। 


দাঁতে দৃশ্যমান কোনো পোকা থাকে না। এক ধরনের ব্যাকটেরিয়া ডেন্টাল ক্যারিজ বা দাঁতের ক্ষয় রোগের জন্য দায়ী। সাধারণত যে কোনো ধরনের মিষ্টি খাবার, চিনিযুক্ত খাবার, চকলেট, চুইংগাম, ক্যান্ডি ইত্যাদি খাওয়ার পর মুখে এক ধরনের অ্যাসিড তৈরি হয়, যা ধীরে ধীরে দাঁতের ওপরের শক্ত আবরণ ‘এনামেল’ ক্ষয় করে থাকে। 


যারা এসব খাবার বেশি খায় তাদের ক্ষেত্রে এনামেল ক্ষয় হয়ে দাঁতে ছিদ্র বা গর্ত তৈরি হয়। দাঁতের মধ্যে গর্ত বা ক্যাভিটি হলে তাতে ময়লা ও খাদ্য কণা জমে, ফলে সংক্রমণ হয়। শিশুদের এ গর্ত বা ক্যাভিটি হলে তারা ব্যথায় কষ্ট পায় ও কিছু খেতে গেলেই দাঁত শিরশির করে ওঠে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও