You have reached your daily news limit

Please log in to continue


এমপিওভুক্তির দাবিতে অনার্স-মাস্টার্স শিক্ষকদের অনশনের হুঁশিয়ারি

সারা দেশে বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্সে যুক্ত শিক্ষকদের এমপিওভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকরি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন। সংগঠনের নেতারা জানান, চলতি মাসের ৩০ তারিখের মধ্যে এমপিওর বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না দেওয়া হলে আমরণ অনশনের মতো কঠোর আন্দোলনে যাওয়া ছাড়া উপায় থাকবে না। আজ মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেওয়া হয়। লিখিত বক্তব্য পাঠে ফেডারেশনের সভাপতি হারুন অর রশিদ জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত হয়েও এমপিওভুক্ত হতে পারছেন না সাড়ে ৫ হাজার শিক্ষক।

দীর্ঘ ২৯ বছর শান্তিপূর্ণ আন্দোলনসহ বিভিন্ন মহলে আবেদন জানিয়েও কোনো সুফল মেলেনি। আবার প্রতিষ্ঠান থেকে শতভাগ বেতন দেওয়ার কথা থাকলেও অধিকাংশ কলেজ কর্তৃপক্ষ তা আমলে নেয় না। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন