You have reached your daily news limit

Please log in to continue


ইউরোপের বাজার উপযোগী পাটপণ্য তৈরি হবে দেশে

বিশ্বে বাড়ছে পরিবেশবান্ধব পাটপণ্যের চাহিদা। এরই ধারাবাহিকতায় ইউরোপের বাজার উপযোগী বহুমুখী পাটপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) সম্মেলন কক্ষে এই চুক্তি সই হয়।

বাংলাদেশের পক্ষে এতে সই করেন জেডিপিসি’র নির্বাহী পরিচালক মো. মাহমুদ হোসেন। আর সেন্টার ফর প্রমোশন ইমপোরট ফরম ডেভেলপিং কান্ট্রিজের (সিবিআই) পক্ষে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন চুক্তিতে সই করেন। আগামী পাঁচ বছরের জন্য এ সমঝোতা চুক্তিটি সই হলো। সমঝোতা চুক্তির ফলে এ সংক্রান্ত উদ্যোক্তারা ইউরোপের বাজারের চাহিদা অনুযায়ী নতুন নতুন ডিজাইনের পণ্য উৎপাদন ও বাজারজাত করতে পারবে। জেডিপিসি জানায়, এরইমধ্যে এ খাতের উদ্যোক্তারা ২৮২ প্রকার দৃষ্টিনন্দন পাটপণ্য উৎপাদন করছেন। যার অধিকাংশই রপ্তানি হচ্ছে বিদেশে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন