যুক্তরাষ্ট্রকে ‘জোরদার ব্যবস্থা’ নেওয়ার হুমকি উত্তর কোরিয়ার
উত্তর কোরিয়া তার প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া বন্ধ না করলে যুক্তরাষ্ট্রকে ‘জোরদার ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছে। সোমবার ওয়াশিংটন এবং সিউল তাদের বৃহত্তম সম্মিলিত সামরিক বিমান মহড়া শুরু করেছে। এটি শুক্রবার শেষ হবে। উত্তর কোরিয়াও সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিবেশীদের বিভিন্ন মহড়ার জবাবে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
পিয়ংইয়ং ২০১৭ সাল থেকে তার প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে- এমন গোয়েন্দা প্রতিবেদনের প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার এ প্রতিক্রিয়া এলো।