কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দখলের অভিযোগ ওঠা গুলশানের ‘পরিত্যক্ত’ বাড়িটির নথি দিতে নির্দেশ

প্রথম আলো হাইকোর্ট প্রকাশিত: ০১ নভেম্বর ২০২২, ১৪:৫৬

দখলের অভিযোগ ওঠা রাজধানীর গুলশান-২-এর ১০৪ নম্বর সড়কে অবস্থিত ২৯ নম্বর বাড়িটির (সি.ই. এন (ডি)-২৭) নথি ১০ দিনের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।


গৃহায়ণ ও গণপূর্ত সচিব, রাজউক চেয়ারম্যান ও সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে বাড়িটির প্রয়োজনীয় নথি দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।


এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালত বলেছেন, ‘আগে দেখি সত্য-মিথ্যা কতটুকু। আর কাগজপত্র সঠিক আছে কি না, দেখি।’

সংসদ সদস্য ও সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে পরিত্যক্ত বাড়িটি দখলের অভিযোগ তুলে তদন্তের নির্দেশনা চেয়ে ৩০ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক রিটটি করেন।


আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন শুনানি করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও