অস্ট্রেলিয়াকে দুশ্চিন্তায় রেখেছেন ফিঞ্চ
চ্যানেল আই
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২২, ১২:৪৪
টানা বেশ কয়েক ম্যাচে খেলতে পারছিলেন না দীর্ঘ ইনিংস। ওয়ানডে থেকে নিয়ে ফেলেছেন অবসর। টি-টুয়েন্টি বিশ্বকাপেও মিলছিল না প্রত্যাশিত রান। আয়ারল্যান্ডের বিপক্ষে স্বরূপে ফিরে ৪৪ বলে ৬৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন অ্যারন ফিঞ্চ। ম্যাচের পর অস্ট্রেলিয়ার অধিনায়ককে নিয়ে নতুন দুশ্চিন্তা তৈরি হয়েছে।
আইরিশদের বিপক্ষে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ফিঞ্চ। ফর্মে ফেরার বার্তায় যে সুখবর মিলেছিল, চোটের ঘটনায় সেটি উদ্বেগে মোড় নিয়েছে। মঙ্গলবার ফিঞ্চের স্ক্যান করানোর পর বোঝা যাবে চোট কতটা গুরুতর।
ম্যাচ শেষে ৩৫ বর্ষী অজি অধিনায়ক বলেছিলেন, ‘একটি স্ক্যান করাবো। দুর্ভাগ্যবশত আমার আগেই এমন চোটের ইতিহাস ছিল। দেখি কী হয়।’
‘এই মুহূর্তে খুব খারাপ লাগছে না। খুব আশাবাদী আফগানিস্তানের বিপক্ষে খেলার ব্যাপারে। তবে আমরা মঙ্গলবার বিষয়টি জানতে পারবো।’
- ট্যাগ:
- খেলা
- দুশ্চিন্তা
- অধিনায়ক
- অ্যারন ফিঞ্চ