![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2022/11/01/102743KalerKantho_pic.jpg)
ইউক্রেন ইস্যু: নাগরিকত্ব ত্যাগ করেছেন রুশ কোটিপতি
ওলেগ তিনকভ নামে রাশিয়ার এক শত কোটিপতি ব্যাংকার ইউক্রেন ইস্যুতে সরকারের বিরোধিতা করে নাগরিকত্ব ত্যাগ করেছেন।
ওলেগ তিনকভ রাশিয়ার অনলাইন ব্যাংক তিনকফ ব্যাংকের প্রতিষ্ঠাতা। এটি দেশটির অন্যতম বৃহত্তম ব্যাংক। এর আমানতকারীর সংখ্যা প্রায় ২ কোটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনকভ বলেছেন, ‘আমি শান্তিপূর্ণ প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ লাগায় এমন ফ্যাসিস্ট দেশের সঙ্গে যুক্ত থাকতে পারি না এবং থাকব না। ’