কলকাতা ফেস্টিভ্যালে ‘হাওয়া’ দেখানোর চেষ্টা করব
www.ajkerpatrika.com
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২, ০৯:৩৮
কলকাতার নন্দন সিনেমা হলে চলছে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। শনিবার উৎসব শুরু হয়েছিল মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমার প্রদর্শনী দিয়ে। সকাল থেকে শত শত মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন সিনেমাটি দেখতে। শনিবার বেলা একটায় ‘হাওয়া’ দেখতে এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। মঞ্চে উঠেই দর্শকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিলেন, ‘কী দেখতে এসেছেন আপনারা?’ সমস্বরে আওয়াজ উঠল—‘হাওয়া’।
এরপর প্রসেনজিৎ বললেন, ‘আমিও আপনাদের মতো আজকে হাওয়া দেখতে এসেছি সব কাজ ছেড়ে। আপনাদের সঙ্গে বসে আজকে হাওয়া দেখব। কারণ, সিনেমাটা বাংলা ভাষায় এবং বাংলাদেশে তৈরি হয়েছে। আমি খুব গর্ব বোধ করছি, যখন ঢুকলাম, লম্বা একটা লাইন দেখলাম। হাওয়া নিয়ে কথা বলার আগে আমি আমার মনের মানুষকে ডাকব।’