কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


এবার সংসদ ঘিরে রাজনৈতিক উত্তাপ

মাস দুয়েক ধরে দেশের রাজনীতিতে ক্রমশ উত্তেজনা বাড়ছে। গত আগস্টে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে বিএনপির সভা-সমাবেশ এবং তাতে বাধা দেওয়া ঘিরে এই উত্তেজনার সূত্রপাত হলেও এখন মাঠ দখলের রাজনীতিতে গড়িয়েছে। এই উত্তাপ জাতীয় সংসদ পর্যন্ত গড়াতে যাচ্ছে কি না, সে আলোচনাও সামনে এসেছে।

প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির রাজপথে পাল্টাপাল্টি সাংগঠনিক শক্তি প্রদর্শনের পাশাপাশি জাতীয় সংসদে যাওয়া না-যাওয়ার প্রসঙ্গটি আলোচনায় আসে গত শনিবার। এ দিন রংপুরে গণসমাবেশ কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের দাবি একটাই, এই সরকারকে পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীন নির্বাচন। এই প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির সংসদ সদস্যরা যে কোনো সময় জাতীয় সংসদ থেকে পদত্যাগের জন্য প্রস্তুত। কেবল দলের সিদ্ধান্তের অপেক্ষায় তাঁরা।

এই বক্তব্যের পরদিন গতকাল সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে প্রতিক্রিয়া জানিয়েছেন, সেটার মানে দাঁড়ায়, বিএনপির সংসদ সদস্য মাত্র সাতজন, তাদের পদত্যাগে খুব একটা সমস্যা হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন