কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্ট্রাইক রেট নিয়ে চিন্তাই করিনি : শান্ত

কালের কণ্ঠ প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২, ১৮:৫১

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার মূল পর্বে দুটি জয় পেল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে আজকের রুদ্ধশ্বাস ৩ রানের জয়ে বড় অবদান নাজমুল হোসেন শান্তর। এই ওপেনার দীর্ঘদিন ধরে রান পাচ্ছিলেন না। ব্যাপক সমালোচনা হচ্ছিল।


আজ সেই শান্তই খেললেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ারসেরা ইনিংস। যদিও স্ট্রাইক রেট আহামরি কিছু নয়। আবার নিজের স্ট্রাইক রেট নিয়ে চিন্তিতও নন শান্ত।


ওপেনিংয়ে নেমে আজ ৫৫ বলে ৭১ রান করেছেন শান্ত। স্ট্রাইক রেট ১২৯.০৯। নিজের স্ট্রাইক রেট নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘স্ট্রাইক রেট নিয়ে চিন্তাই করিনি। বল দেখেছি, ওই অনুযায়ী প্রতিক্রিয়া দেখিয়েছি। আমাদের দলের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করেছি। স্ট্রাইক রেট নিয়ে আমি খুব বেশি চিন্তিত না। আমার কাছে মনে হয় দলের চাওয়া ও পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করেছি। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও