![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2022-10%2Fdd0b8e37-eb88-49f4-a4eb-3d6ba25dd4bd%2Fshariatpur_gas_rig_301022_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=940)
শরীয়তপুরে গ্যাস অনুসন্ধান কূপ খনন নভেম্বরে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের দিনারা গ্রামে গ্যাস অনুসন্ধান কূপ খননের জন্য চলছে বিশাল কর্মযজ্ঞ। এলাকাবাসীর প্রত্যাশা, এখানে গ্যাস পাওয়া গেলে তাদের কর্মসংস্থানের পাশাপাশি এলাকারও উন্নয়ন হবে।
৯৫ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের বাস্তবায়ন করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। গত বৃহস্পতিবার সেখানে বিজয়-১০ নামে খনন যন্ত্রটি বাসানো হয়েছে।
বাপেক্সের মহাপরিচালক ও শরীয়তপুর তেল-গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্প-১ এর প্রকল্প পরিচালক (পিডি) মো. তোফায়েল উদ্দিন সিকদার বলেন, “নভেম্বর মাসের দিকে কূপ খনন কাজ শুরু করব। খনন কাজ শুরু হলে চার মাস সময় লাগবে শেষ করতে।