কোভিড: এক দিনে ৪ মৃত্যু
দেশে গত এক দিনে চারজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে, এই সময়ে শনাক্ত হয়েছে ১১৫ জন নতুন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৪ জনের নমুনা পরীক্ষা করে এই নতুন রোগীদের শনাক্ত করা হয়। তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৮৪ শতাংশ।
আগের দিন শনিবার ৩ হাজার ৬৬১ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জন নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, যা ১০ জুনের পর সবচেয়ে কম। তাতে শনাক্তের হার নেমে এসেছিল ১ দশমিক ৮৮ শতাংশে, যা ১১ জুনের পর সবচেয়ে কম।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৫ হাজার ১৫২ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪২৩ জন।
গত ২৪ ঘণ্টায় ৩৬১ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮০ হাজার ৫০৯ জন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ১ সপ্তাহ আগে
৮ মাস, ১ সপ্তাহ আগে
৮ মাস, ১ সপ্তাহ আগে
৮ মাস, ১ সপ্তাহ আগে