![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2022-10%2Fd51076b6-b19f-4628-9980-27cfef4eeb90%2Fstarlink_spacex_281022_02.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&dpr=1.0&q=70&w=700)
আরও ৫৩ স্টারলিংক স্যাটেলাইট পাঠালো স্পেসএক্স
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২, ১৮:২৭
স্টারলিংক স্যাটেলাইটের আরেকটি বড় ‘ব্যাচ’ উৎক্ষেপণ করেছে স্পেসএক্স।
বৃহস্পতিবার রাতে (২৭ অক্টোবর) সমুদ্রে ভাসমান এক জাহাজে অবতরণ করেছে এইসব স্যাটেলাইট পাঠানো ‘ফ্যালকন ৯’ রকেট।
প্রযুক্তিবিষয়ক সাইট স্পেস ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেইজ থেকে বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় (নিউ ইয়র্ক) সময় রাত ৯টা ১৪ মিনিটে (বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টা ১৪ মিনিটে) স্টারলিংকের ৫৩টি স্যাটেলাইট নিয়ে রকেটের এই উৎক্ষেপণ চালায় স্পেসএক্স।