হাত ধোয়া অস্বাস্থ্যকর নয়, তবে বারেবারে ধুলে কোনও সমস্যা দেখা দিতে পারে কি?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২, ১০:৫৯

কোভিডকালে সুরক্ষিত থাকতে হাতের স্বাস্থ্যবিধি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সেই সময় স্যানিটাইজার এবং হ্যান্ডওয়াশের ব্যবহার খুব জরুরি ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বার বার নির্দেশ দেওয়া হচ্ছিল এ ব্যাপারে। অতিমারি পরিস্থিতি কিছুটা হলেও কাটিয়ে ওঠা গিয়েছে।


তবে হাত ধোয়ার সেই অভ্যাস এখনও রয়ে গিয়েছে। চিকিৎসকদের মতে, এ অভ্যাস অত্যন্ত স্বাস্থ্যকর। সুস্থ থাকতে হাত পরিষ্কার রাখাটাই তো দস্তুর। তবে বারে বারে হাত ধুলেও কিন্তু ত্বকে সমস্যা হতে পারে। বার বার হ্যান্ডওয়াশ বা স্যানিটাইজার ব্যবহার করার ফলেও হাতের ত্বক তার নিজস্ব আর্দ্রতা হারাতে শুরু করে। শুষ্ক হয়ে পড়ে। হাত ধোয়ার নির্দিষ্ট কোনও সংখ্যা নেই। প্রয়োজন না হলে অকারণে হাত ধুয়ে নেওয়ার দরকার নেই।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও