কোভিড: সংক্রমণ বাড়ায় চীনের অনেক শহরে ফের ‘কঠোর বিধিনিষেধ’
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে দেখে চীনের কর্তৃপক্ষ মধ্যাঞ্চলের উহান থেকে উত্তরপশ্চিমের শিনিংসহ অনেক শহরে ফের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।
প্রাদুর্ভাবের বিস্তৃতি রোধে ভবনের পর ভবন সিলগালা, একাধিক জেলাকে লকডাউন ঘোষণা করায় এসব শহরের লাখ লাখ মানুষের দুর্ভোগ বেড়েছে বলেও জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বৃহস্পতিবার টানা তৃতীয় দিন দেশজুড়ে এক হাজারের বেশি নতুন কোভিড রোগী পাওয়ার কথা জানিয়েছে চীনের কর্তৃপক্ষ।