কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বছর শেষে ২০ কোটি ‘সাবস্ক্রাইবারে’র আশা স্পটিফাইয়ের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২, ২০:২৬

স্পটিফাইয়ের অনুমান বলছে, এই বছরের শেষ নাগাদ সেবাটিতে অর্থের বিনিময়ে হওয়া গ্রাহকসংখ্যা ২০ কোটির মাইলফলক পেরোতে পারে।


মঙ্গলবার বছরের তৃতীয় প্রান্তিকের হিসাবে স্পটিফাই উল্লেখ করেছে, সেপ্টেম্বর শেষে সর্বমোট ৪৫ কোটি ৬০ লাখ শ্রোতা ও সাড়ে ১৯ কোটি অর্থদাতা গ্রাহক ছিল সেবাটিতে।


সুইডেনভিত্তিক এই অডিও স্ট্রিমিং সেবায় ৭০ লাখ নতুন অর্থদাতা গ্রাহক যুক্ত হওয়াকে ‘প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল’ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।


বাজার বিশ্লেষক কোম্পানি ‘রেফিনিটিভের’ জরিপ অনুযায়ী, বিশ্লেষকদের অনুমান বলছে, ৬৭ লাখ ৬০ হাজার নতুন অর্থদাতা গ্রাহক যোগ করবে সেবাটি। এটি স্পটিফাইয়ের নির্দেশিকায় অনুমিত গ্রাহক সংখ্যা ৬০ লাখের চেয়ে ‘কিছুটা ভালো’ বলে উঠে এসেছে সিনেটের প্রতিবেদনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও