কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঋষির প্রথম ফোনকল জেলেনস্কিকে, বললেন পাশে আছি

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২, ১০:২৯

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর ঋষি সুনাক প্রথম ফোনকল করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জলেনস্কিকে। তিনি বলেছেন, ‘অটল সমর্থন নিয়ে ইউক্রেনের পাশে আছে যুক্তরাজ্য।’ বার্তা সংস্থা এএফপি আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 


এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কোনো বিদেশি নেতার সঙ্গে এটিই তাঁর প্রথম ফোনকল।


ঋষি সুনাকের একজন মুখপাত্র বলেছেন, ইউক্রেনের প্রধানমন্ত্রীকে ঋষি সুনাক বলেছেন, তাঁর দেশের প্রতি যুক্তরাজ্যের সমর্থন আগের মতোই অব্যাহত থাকবে। জেলেনস্কি নিঃসন্দেহে ব্রিটিশ সরকারের অটুট সংহতি ও সমর্থন পাবেন। সংহতির ক্ষেত্রে তাঁর সরকার ব্রিটেনের ওপর ভরসা রাখতে পারে। 


ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী হিসেবে গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ঋষি সুনাক। যুক্তরাজ্যের রাজা চার্লসের আমন্ত্রণে তাঁর বাসভবন বাকিংহাম প্যালেসে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ঋষি। রাজা চার্লস ঋষি সুনাককে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও