হ্যান্ডমেড সিরামিকের ভুবন 'ক্লে ইমেজ': হাতের ছোঁয়ায় যেখানে প্রাণবন্ত হয়ে ওঠে প্লেট, বাসন!
www.tbsnews.net
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ১৭:২২
মিরপুর ১১, ব্লক সি, এভিনিউ ৫, হাজী নান্নার বিরিয়ানির দোকানটা যেদিকে ঘুরে গেছে, সেই পাশে সামনে একটু এগিয়ে যেতেই বেশ সুনসান একটা সাদারঙা তিনতলা বাড়ি। ঢুকতেই দেখি পরিপাটি পরিবেশে মাটি নিয়ে কাজ করছেন তিন নারী। সবাই সাদা রংয়ের এপ্রোন পরে আছেন। এরপর গেলাম বাড়িটির দোতলায়।
কাচের গ্লাসের দরজা খুলতেই দেখা পেলাম 'ক্লে ইমেজ'-এর কর্ণধার রেহানা আক্তারের। সিরামিক আর দেশীয় ঐতিহ্যের বিষয়ে আগ্রহ থাকায় রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরের ক্লে ইমেজের আউটলেটে যাওয়া হয়েছে বেশ কয়েকবার। সেই সুবাদেই বাংলাদেশের হ্যান্ডমেড সিরামিক ভুবনের এ পথিকৃৎকে চিনে নিতে দেরি হলো না। গল্পও জমে উঠলো বেশ।