মশারি না খাটিয়ে চিকিৎসা
দেশের অন্যান্য জায়গার মতো ফরিদপুরেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। তবে এই হাসপাতালে বেশির ভাগ ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে মশারি না খাটিয়ে। গত রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এমন চিত্র দেখা গেছে।
ফরিদপুরের সদরপুর উপজেলার বালিয়াহাটি এলাকার বাসিন্দা ডেঙ্গু রোগী আলেয়া বেগম (৬০) বলেন, ‘রাইতে মশারি টানাইছিলাম। সকালে নার্সরা বলছে খুলে ফেলতে। তাই খুলে ফেলছি।’
৫০০ শয্যার এই হাসপাতালে অন্যান্য বছর ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড করা হলেও এবার তা করা হয়নি। পুরোনো ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডের তিনটি ইউনিটে পুরুষ ডেঙ্গু রোগী এবং তৃতীয় তলার মহিলা মেডিসিন ওয়ার্ডে নারী ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।