কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্মার্টফোনের ডিসপ্লে ফ্লিকারিং সমস্যা সমাধানে ৬ কৌশল

ডেইলি স্টার প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ১৬:৪৭

আমাদের অতিপ্রয়োজনীয় স্মার্টফোনে কোনো সামান্য ত্রুটির কারণে দেখা দিতে পারে ডিসপ্লে গ্লিচিং বা ফ্লিকারিংজনিত সমস্যা। 


এমনটি হলে প্রথমেই নতুন ফোন কেনার চিন্তা-ভাবনা না করে জানতে হবে সমস্যার কারণ। যদি সফটওয়্যার সংক্রান্ত সমস্যার কারণে ডিসপ্লে ফ্লিকারিং করলে এবার ঘরে বসেই সমাধান করা যাবে। তার জন্য যে কাজগুলো করতে হবে:


রিবুট করা


সাময়িক সমস্যার সমাধান হিসেবে প্রথমেই স্মার্টফোনটি রিবুট করা যেতে পারে। থার্ড পার্টি ব্যাকগ্রাউন্ড সার্ভিস এবং প্রসেসের কারণে ডিসপ্লের সমস্যা দেখা দিলে রিবুটিং করার মাধ্যমে ফলাফল পাওয়া যায়। কোনো কাজ করার সময় ক্র্যাশ করে ডিসপ্লে গ্লিচিং সমস্যা শুরু হলে রিস্টার্টের মাধ্যমে ফোনের মেমোরি রিফ্রেশ করা যায়। এটি করার পর সমাধান না হলে ফোনে সর্বশেষ ইনস্টল করা অ্যাপগুলো রিভিউ করতে হবে। পরে আবার এমন সমস্যা দেখা দিলে অন্যান্য পদক্ষেপ নেওয়া যেতে পারে।


সেইফ মোড চালু করা (শুধু অ্যান্ড্রয়েড ফোনের জন্য)


রিবুট করার পরও ডিসপ্লে গ্লিচ করতে থাকলে কয়েক ঘণ্টার জন্য সেইফ মোডে সুইচ করে সমস্যার কারণ অনুসন্ধান করতে হবে। সেইফ মোড মূলত কোনো প্রকার থার্ড-পার্টি সার্ভিস ছাড়া কাজ করার সুবিধা দেয়। এক্ষেত্রে ফ্যাক্টরি রিসেট না করে সংরক্ষিত তথ্যগুলো ব্যবহার করা যায়। যার ফলে সাধারণ কাজগুলো করা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও