যেদিকে তাকান শুধু চুরি আর চুরি: ফখরুল
বিদ্যুতের ব্যবহার নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহীর বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে উপদেষ্টার বক্তব্যে অসহায়ত্ব ফুটে উঠেছে।
বিদ্যুৎ খাতের বিপর্যয়ের পেছনে সরকারের দুর্নীতি, লুটপাট ও চুরিকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ বারবার দেশের ক্ষতি করেছে, এখনো করছে। যেদিকে তাকান শুধু চুরি আর চুরি।’
আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অর্থাভাবে বিদ্যুৎ দেওয়া কষ্টসাধ্য হচ্ছে-উপদেষ্টার এমন বক্তব্যের উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তাদের উপদেষ্টা খুব কষ্ট করে বলেছেন-“পয়সাই নাই, বিদ্যুৎ দেব কোত্থেকে? ” এই হচ্ছে তাদের উন্নয়ন। এই হচ্ছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।’
এ বিষয়ে সরকারকে লক্ষ্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘কিছুদিন আগে তো বললেন-পয়সার কোনো অভাব নাই, পর্যাপ্ত ডলার রিজার্ভ আছে। সেই রিজার্ভ গেল কোথায়? এখন আবার উপদেষ্টা বলছেন-বিদ্যুৎ আর দিনে দিতে পারব না, রাতে দিতে পারব।’