লোগো বানিয়ে অনলাইনে আয়

প্রথম আলো প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ১৪:০৭

লোগো। ছোট এ কথাটি শুনলেই মনের কোণে ভেসে ওঠে বিভিন্ন প্রতিষ্ঠান বা পণ্যের ছবি। আকারে ছোট হলেও অক্ষর বা ছবি দিয়ে তৈরি এই লোগোর মাধ্যমে সহজেই বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের পরিচিতি জানান দেওয়া সম্ভব। আর তাই দেশ–বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের জন্য স্বতন্ত্র লোগো ব্যবহার করে। নতুন প্রতিষ্ঠানের পাশাপাশি পুরোনো প্রতিষ্ঠানও লোগো হালনাগাদ বা পরিবর্তন করে থাকে। ফলে এ কাজের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। লোগো বানিয়ে অনলাইনে বেশ ভালো আয় করা সম্ভব। কাজ পেতেও ঝামেলা নেই। বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসেই লোগো তৈরির কাজের বেশ চাহিদা রয়েছে। অনলাইন মার্কেটপ্লেসে একটি লোগো তৈরি করে ১০ ডলার থেকে ১ হাজার ডলার পর্যন্ত আয় করা যায়। অনেক সময় কাজের ধরন এবং প্রতিষ্ঠানভেদে আয়ের পরিমাণ বেশিও হয়ে থাকে। 


লোগো তৈরি করার কাজ সহজ মনে হলেও আসলে তত সহজ নয়। কারণ, একটি শব্দ বা আইকনের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের কাজের পুরো চিত্র তুলে ধরতে হয়। গ্রাফিকস ডিজাইনে দক্ষ যেকোনো ব্যক্তি সহজেই লোগো তৈরি করতে পারেন। তবে ভালো মানের লোগো তৈরির জন্য অবশ্যই সৃজনশীলতা থাকতে হবে। জানতে হবে নান্দনিকতা, রং, পণ্যের উপস্থিতি, বর্তমান চাহিদার বিষয়গুলোও। তবে একটি বিষয় মনে রাখতে হবে, গ্রাহকেরা যেভাবে চাইবেন, ঠিক সেভাবেই লোগো তৈরি করতে হবে। এ ক্ষেত্রে আপনি পরামর্শ দিতে পারেন তবে গ্রাহকদের চাহিদাই শেষ কথা। শুধু তা–ই নয়, সুন্দর লোগো তৈরির পর গ্রাহকদের পছন্দ না–ও হতে পারে। এ জন্য একই লোগো বারবার পরিবর্তন করতে হতে পারে। অনলাইন মার্কেটপ্লেসে এ ধরনের ঘটনা প্রায় নিয়মিতই ঘটে থাকে। এতে বিরক্ত হলে চলবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও