কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাত ৯টা পর্যন্ত দোকান চালাতে চায় মালিক সমিতি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ১৩:৪৫

মধ্য নভেম্বর থেকে দোকান বন্ধের সময়সীমা রাত ৯টা পর্যন্ত বাড়ানোর দাবি তুলেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।


শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরেন সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।


বিদ্যুৎ সাশ্রয়ে শ্রম আইনের বিধান বলে গত জুলাই থেকে সারাদেশের দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ জারি করে সরকার। পাশাপাশি অন্যান্য সরকারি বেসরকারি অফিসের সময়সীমা সংক্ষিপ্ত করা হয়।

সম্প্রতি জ্বালানি সংকটের কারণে দেশে লোড শেডিং আরও বেড়েছে। দিনের মধ্যে ৬ থেকে ৭ ঘণ্টা করে লোড শেডিং হচ্ছে কিছু কিছু এলাকায়।


তবে বিদ্যুৎ সাশ্রয়ের ওই নীতি দোকানপাট ছাড়া অন্য কোথাও সেভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ করেন সমিতির নেতারা।


সংবাদ সম্মেলনে হেলাল উদ্দিন বলেন, “জ্বালানি সঙ্কটের কারণে বিদ্যুতের উৎপাদন ব্যাহত হওয়ায় রাত ৮টার পর দোকানপাট বন্ধ করার ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশ দিয়েছিল সরকার। দোকান মালিকরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলেও অন্যদের ক্ষেত্রে তেমনটি দেখা যাচ্ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও