![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-10%252Fe9b46021-630a-4526-990f-70ec95d567f0%252FWhatsApp_Image_2022_10_23_at_14_46_22.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
নতুন সভাপতি আনোয়ার ও সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম
জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ রোববার অনুষ্ঠিত হয়েছে। এতে আলোচনার ভিত্তিতে আনোয়ার হোসেনকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মীর মোয়াজ্জেম হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।
আজ দুপুরে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ আয়োজন করা হয়। বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান দলের এই ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য আবদুর রহমান। তিনি বলেন, কোনো অসাংবিধানিক পন্থায় ক্ষমতার পালাবদল হবে না। এই দেশে শুধু সাংবিধানিক পন্থায় ক্ষমতার পালাবদল হবে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থাকবেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। এর কোনো বিকল্প হবে না। এই বাংলাদেশের মানুষ ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে যেভাবে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, সেভাবেই আগামী নির্বাচনে তাঁকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।