You have reached your daily news limit

Please log in to continue


অনলাইন কেনাকাটায় প্রতারণা বাড়ছে

অনলাইন কেনাকাটায় প্রতারণার ঘটনা বাড়ছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নরটনলাইফলক। প্রতিষ্ঠানটির গবেষণা প্রতিষ্ঠান নরটন ল্যাবস পরিচালিত ‘কনজ্যুমার সাইবার সেফটি পালস রিপোর্ট’ শীর্ষক গবেষণায় দেখা গেছে, ক্রেতাদের প্রলুব্ধ করতে বেশির ভাগ ক্ষেত্রেই অনলাইনে বিভিন্ন পণ্যের ভুয়া বা লোভনীয় অফার দিয়ে থাকে সাইবার অপরাধীরা। ইলেকট্রনিকস, গয়না, পোশাকসহ প্রয়োজনীয় বিভিন্ন পণ্যে এ ধরনের অফার বেশি দেওয়া হয়।

ভুয়া ওয়েবসাইটগুলোতে লোভনীয় অফারের পাশাপাশি পণ্যের বিষয়ে ভুয়া ইতিবাচক মতামতও দেওয়া থাকে। এর ফলে সত্যিকার অনলাইন শপ বলে ভুল করেন অনেকেই। কিন্তু ভুয়া অনলাইন শপে ফরমাশ দিলে বেশির ভাগ ক্ষেত্রেই ক্রেতাদের নকল পণ্য দেওয়া হয়। অনেক ক্রেতা অর্থ পরিশোধ করে পণ্যও পান না। শুধু তা–ই নয়, পণ্য অর্ডার বা সরবরাহের নাম করে ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য, ই–মেইল বা সামাজিক যোগাযোগের সাইটের অ্যাকাউন্ট ঠিকানাও সংগ্রহ করে সাইবার অপরাধীরা। এর ফলে ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা হুমকির মুখে পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন