ব্যাংকের শাখা খোলা কমেছে
সমকাল
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২, ১১:৩৬
এক সময় শাখা খোলার জন্য প্রতিযোগিতা ছিল ব্যাংকগুলোতে। প্রতিবছর অনেক ব্যাংক অন্তত ১০টি করে শাখা খুলত। এখন তাতে কিছুটাভাটা পড়েছে। তুলনামূলক কম খরচের উপশাখা এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে জোর দিয়েছে বেশিরভাগ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৮ মাসে ব্যাংকগুলো মাত্র ৪৬টি নতুন শাখা খুলেছে। গত এক বছরে খোলা হয়েছে ১৮৪টি। ২০২১ সালের আগস্ট পর্যন্ত এক বছরে ১৮৭টি নতুন শাখা খুলেছিল ব্যাংকগুলো। ২০২০ সালের একই সময় পর্যন্ত এক বছরে খোলা হয় ২৮২টি।
সংশ্নিষ্টরা জানান, করোনায় ঘরে বসে ব্যাংকিং সেবা নেওয়ার পর মানুষের এ বিষয়ে অভ্যস্ততা বেড়েছে। গ্রাহক চাহিদা বিবেচনায় ব্যাংকগুলো এখন অনলাইনভিত্তিক ডিজিটাল ব্যাংকিংয়ে জোর দিয়েছে। আবার তুলনামূলক কম খরচে উপশাখা খোলার সুযোগ নিচ্ছে। এসব কারণে নতুন শাখা খোলা কমেছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ১ সপ্তাহ আগে
৮ মাস, ১ সপ্তাহ আগে
৮ মাস, ১ সপ্তাহ আগে