কম ওজনের নবজাতকের যত্ন
প্রথম আলো
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২, ১১:৩১
দেড় কেজির কম ওজনে জন্ম নেওয়া শিশুদের ‘ভেরি লো বার্থ ওয়েট’ নবজাতক বলা হয়। এসব নবজাতকের ভূমিষ্ঠ হওয়ার পর নানা রকমের সমস্যা দেখা দিতে পারে। সে জন্য তাদের নিবিড় স্বাস্থ্যসেবা (এনআইসিইউ) দিতে হয়। স্বল্প ওজনের নবজাতকের যেসব সমস্যা থাকে:
শ্বাসপ্রশ্বাসে অসুবিধা: এসব শিশুর প্রায় ৭৪ শতাংশ আরডিএস নামক রোগে ভোগে। সারফেকটেন্টের অভাবজনিত কারণে জন্মের চার ঘণ্টার মধ্যে শ্বাসপ্রশ্বাসের অসুবিধা দেখা দেয়। এর প্রধান চিকিৎসা গর্ভকালীন মাকে করটিকোস্টেরইড এবং শিশুকে সারফেকটেন্ট থেরাপি, অক্সিজেন থেরাপি দেওয়া।
তাপমাত্রার সুরক্ষা: ইনকিউবেটর, রেডিয়েন্ট ওয়ারমার, কাপড়চোপড় ইত্যাদির সাহায্যে এসব শিশুকে তাপমাত্রার সুরক্ষা দেওয়ার দরকার হয়।