ফেরো মন পুরনো রুটিনে
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২, ১৬:২২
সারা বছর ধরে যে উৎসবের পথ চেয়ে থাকা, তার আয়ু খুব কম। দুর্গাপুজোর ক’টা দিন, তার পরে কালীপুজোয় এসে শেষ। পুজোর মাসখানেক আগে থেকে শুরু হয় শপিং। তার পর দুর্গাপুজো-লক্ষ্মীপুজো পার হয়ে একটু পড়াশোনা শুরু হতেই আবার কালীপুজো। কিন্তু সে উৎসবও দু’দিনেই শেষ।
দীপাবলির আলো কমে যেতেই যেন মনখারাপের অন্ধকার ঘিরে ধরে সকলকে। বড়দেরই কাজে মন বসতে চায় না, ছোটদের কোন মুখে পড়তে বসার কথা বলবেন! কিন্তু সন্তানকে যে একটু একটু করে ফিরিয়ে নিয়ে যেতে হবে রোজকার রুটিনে। সেই জন্য মা-বাবারও প্রস্তুতি দরকার।
- ট্যাগ:
- লাইফ
- দুর্গাপূজা
- উৎসব
- দুর্গা পূজা