একজিমা প্রতিকারে তিনটি উপাদান

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২, ১১:১১

ত্বকে ছোট ছোট লালচে স্ফোট আর চুলকানি দেখা দিতে পারে শুষ্ক আবহাওয়ার কারণে।


শীত আসার আগ থেকেই পরিবেশ শুষ্ক হওয়া শুরু করে। এই সময়ে অনেকেরই ত্বকে শুষ্কভাব দেখা দেয়। কারও আবার হাত ধুলেও চুলকানি শুরু হয়ে যায়।


চামড়ার এই সমস্যাকে ‘একজিমা’ হিসেবে চিহ্নিত করে দোষারোপ করা হলেও প্রধান কারণ হল ত্বকের আর্দ্রতার অভাব।


সেরামাইডস: সুরক্ষার স্তর ত্বককে বাইরের পরিবেশ, অ্যালার্জেন ও ব্যাক্টেরিয়া থেকে সুরক্ষিত রাখে। সুরক্ষার স্তর দুর্বল হয়ে গেলে ত্বকে একজিমা অ্যালার্জির আক্রমণ সহজ হয়। ফলে ত্বকে জ্বলুনি ও প্রদাহের সৃষ্টি হয়।


হিউমেকট্যান্টস: এই উপাদান পানি ধরে রেখে একজিমা বিস্তারের বিরুদ্ধে প্রতিরক্ষার স্তর গড়ে তোলে।


এমোলিয়েন্টস: ত্বক মসৃণ ও কোমল রাখতে এই উপাদান উপকারী। একজিমা সারাতে সূর্যমুখির তেল দিয়ে তৈরি এমোলিইয়েন্টস ব্যবহারের পরামর্শ দেন ডা. লিবি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও